google verifie

কত ইঞ্চিতে এক গজ বা কত ইঞ্চিতে এক মিটার, এবং এক ফুট কত ইঞ্চি ও গিরা

কত ইঞ্চিতে এক গজ
ইঞ্চি ও গিরার  হিসাব।
কত ইঞ্চি এক গজ

আসসালামু আলাইকুম।

কত ইঞ্চিতে এক গজ বা কত ইঞ্চিতে এক মিটার এবং এক ফুট কত ইঞ্চি আমরা অনেকেই জানি না।বা জানার কোনো প্রয়োজন মনে করি না।অনেক দর্জিরাও  এই গুলু জানে না।কিন্তু এই মাপ গুলু আমাদের জানা খুবই প্রয়োজন।যেকোনো সময় প্রয়োজন পড়তে পারে।
প্রথমে আসি গজের হিসাবে।  আমরা যেকোনো কিছুর ইঞ্চি ফিতা দিয়ে মাপ নিলে এই মাপ  গুলু প্রয়োজন পড়বে।
 36 চত্তিরিশ ইঞ্চিতে এক গজ। গজের আরও অনেক গুলু হিসাব রয়েছে।

গজ,গিরা,মিটার ও ইঞ্চির হিসাব।

যেমন-
1. 2⅓ শদুই ইঞ্চিতে এক গিরা।

2. 31½ সাড়ে একত্রিশ ইঞ্চিতে 14 চৌদ্দ গিরা।

3. 27 সাতাশ ইঞ্চিতে পনে এক গজ বা বার গিরা।

4. 18 আঠারো ইঞ্চিতে হাফ গজ বা 8 আট গিরা।

5. 1এক হাতেও হয় হাফ গজ বা আঠার ইঞ্চি।

6. 1 এক হাত সমান 18 আঠার ইঞ্চি।

7. 9 নয় ইঞ্চিতে 4 চার গিরা।

8. 12 ইঞ্চিতে 1 এক ফুট।

9. 3 তিন ফুটে এক গজ।

10. 39.37 ইঞ্চিতে এক মিটার।

11. 45 পাঁচ্চল্লিশ ইঞ্চিতে শএক গজ বা এক গজ চার গিরা।

12. 36 ইঙ্চিতে ১ গজ বা ১৬ গিরা।

13. 39.37 ইঞ্চিতে এক মিটার।
 
কাপরের বহর ও জামা পায়জামা, শার্ট পাঞ্জাবি বানাতে কতটুকু কাপর লাগে 👈

ইঞ্চি,গজ,গিরার হিসাব ব্যবহার।

আমি যেই মাপ গুলু দিয়েছি এই মাপ গুলু বেশি প্রয়োজন পড়ে সেলাই কাজ করলে।কাপড়ের ব্যবসা করলে আর কাপর কিনতে গেলে।কাপড়ের ব্যবসা বা গজ কাপড়ের ব্যবসা করতে চাইলে অবশ্যয় এই মাপ গুলু আপনাকে অনেক ভালোভাবে জানতে হবে।জানা না থাকলেে শিখতে হবে।এছারা এই মাপ গুলু জেনে রাখলে আমাদের অনেক সময় অনেক কাজে প্রয়োজন পড়তে পারে।এর পরও যদি আপনাদের কোনো মাপ বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটা দেখে নিবেন। সব কিছু সহজে বুঝতে পারবেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url